ম্যাচ ঘড়ির পঞ্চম মিনিটেই এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। ইঙ্গিত মিললো, বড় ব্যবধানে জিততে যাচ্ছে মাদ্রিদের অভিজাতরা। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। স্বাগতিক লেভান্তে শুধু গোল শোধ দেয়নি, এগিয়েও যায়। এরপর দুই দফা পিছিয়ে পড়া রিয়ালকে টেনে তোলেন ভিনিসিয়ুস। তাতে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে কার্লো আনচেলোত্তির দল।
অ্যাওয়ে ম্যাচে চাপ সবসময় বেশি। তবে লেভান্তের বিপক্ষে ম্যাচে শুরুটা যেমন পেয়েছিল এবং অতীত পারফরম্যান্সের হিসাবে ৩ পয়েন্ট ধরে নেওয়াটা রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য বাড়াবাড়ি ছিল না। খেলোয়াড়রাও হয়তো হিসাবটা কষে নিয়েছিলেন! আর তারই খেসারত দিতে হয়েছে। কোচ আনচেলোত্তি ভীষণ হতাশ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, রিয়াল ২ পয়েন্ট ছুড়ে এসেছে।
গ্যারেথ বেলের গোলে শুরুতেই এগিয়ে যাওয়া রিয়াল প্রথমার্ধে দাপট দেখিয়ে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো লেভান্তে দেখিয়েছে ম্যাজিক। তবে ভিনিসিয়ুসের অসাধারণ পারফরম্যান্সের হার থেকে রক্ষা পায় লস ব্লাঙ্কোস। লেভান্তের মাঠে ড্রয়ের পর আনচেলোত্তি বলেছেন, ‘পাগলাটে ম্যাচ ছিল। প্রথমার্ধ দারুণভাবে নিয়ন্ত্রণ করেছিলাম আমরা। প্রথম ৪৫ মিনিট ভালো করার পর আমরা ২ পয়েন্ট দিয়ে এসেছি।’
পয়েন্ট হারানোর ব্যাখ্যা ইতালিয়ান কোচের কাছে নেই, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। আপনাকে সবসময় ম্যাচের মধ্যে নজর রাখতে হবে। কোনও একটা কারণ সামনে আনাটা কঠিন। আপনাকে অবশ্যই আরও নজর দিতে হবে খেলায়।’
৭৩ ও ৮৫ মিনিটে ভিনিসিয়ুসের জোড়া লক্ষ্যভেদেই ১ পয়েন্ট পেয়েছে রিয়াল। বেঞ্চ থেকে উঠে দলকে বাঁচানো এই ব্রাজিলিয়ানের প্রশংসা ঝরেছে আনচেলোত্তির কণ্ঠে, ‘ভিনিসিয়ুস জুনিয়র অনেক মানসম্পন্ন খেলোয়াড়। তার গোল করার ক্ষমতা আছে, তবে আমি জানি না আমরা ভালো মানের গোলস্কোরার পেলাম কিনা। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’