এই একটি সিরিজ ঘিরে কত নাটকীয়তা! আফগানিস্তান-পাকিস্তান সিরিজ হওয়ার কথা ছিল সংযুক্ত আবর আমিরাতে। আইপিএলের কারণে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। আবারও পাল্টে যাচ্ছে ভেন্যু। শ্রীলঙ্কা থেকে সরিয়ে সিরিজটি নেওয়া হচ্ছে পাকিস্তানে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি।
লজিস্টিক্যাল ঝামেলায় শ্রীলঙ্কায় যেতে পারছে না আফগানিস্তান ক্রিকেট দল। দ্বীপ দেশটিতে লকডাউন ঘোষণা করায় শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়েছে আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এই সিরিজের আয়োজক আফগান ক্রিকেট বোর্ড।
তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ রয়েছে। ওদিকে আবার শ্রীলঙ্কা সরকার ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে দুই দিনে ৩ হাজার ৭৯৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ায়। এই অবস্থায় শ্রীলঙ্কায় আর সিরিজ আয়োজন করা যাচ্ছে না। হাম্বানতোতা থেকে সরিয়ে সিরিজ নেওয়া হয়েছে পাকিস্তানে। যদিও সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। সামনের সপ্তাহেই পাকিস্তান সফর করবে আফগানরা।
এতদিন আফগানিস্তান দলের পরিকল্পনা ছিল বাই রোডে পাকিস্তানে যাওয়ার, এরপর দুবাইয়ের ফ্লাইট এবং সেখান থেকে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া। কিন্তু কোভিড-১৯ প্রটোকলে লজিস্টিক্যাল সমস্যায় পড়ে গেছে। পাকিস্তানে সিরিজ সরিয়ে নিলেও আফগান ক্রিকেট বোর্ড এখনও ভেন্যুর নাম জানায়নি। তবে ৩ সেপ্টেম্বর থেকেই শুরু হবে ওয়ানডে সিরিজ।
পাকিস্তানে হলেও সিরিজটি এখনও আফগানিস্তানের ঘরের সিরিজ। শুরুতে এসিবি সিরিজটি আয়োজন করতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ওই সময় আইপিএলের দ্বিতীয় পর্ব মরুর দেশে আয়োজন করায় তাদের ভেন্যু পাল্টে শ্রীলঙ্কায় নিতে হয়। যদিও লজিস্টিক্যাল সমস্যায় শ্রীলঙ্কা থেকে এখন সিরিজ নিতে হয়েছে পাকিস্তানে।