Published : Tuesday, 24 August, 2021 at 12:00 AM, Update: 24.08.2021 2:13:20 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে ব্যাপকভাবে, খাদ্যগুণ বেড়েছে। কোভিড পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনৈতিকে সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরাকার। এরই পরিপ্রেক্ষিতে ১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ দেওয়া হচ্ছে। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার হোমনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ১৭ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সাতাশ লাখ টাকার ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা প্রশাসক বলেন আরও, আপনাদের যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হচ্ছে, তার কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে; এবং এই টাকা পরিশোধ করতে হবে। এই ঋণ থেকে আপনাদের লাভ বের করে নিয়ে আসতে হবে। আমরা বিশ^াস করি আপনারা ঋণগ্রহিতারা অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান-বুদ্ধিমতি। করোনায় ক্ষতিগ্রস্ত ১৭ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সাতাশ লাখ টাকার ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে জেলা প্রশাসক উপজেলার মাথাভাঙা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস, মাথাভাঙা ইউনিয়নের ভঙ্গারচর আশ্রায়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান, হোমনা থানা, আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। আশ্রায়ণ পকল্পে বাসকারী একুশটি পরিবারের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উপহার প্রদান।
ঋণ বিতরণ অনুষ্ঠানে ইউএনও রুমন দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়, শামীম আরা ও আসমা জাহান সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিদুল হক দেওয়ান ও উদ্যোক্তা জাহানারা বেগম প্রমুখ।