আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে ভারত। মুসলিম অধ্যুষিত প্রতিবেশী ওই দেশের নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে এখনও নানা জল্পনা-কল্পনা রয়েছে।
এমন পরিস্থিতিতে আফগান পরিস্থিতি নিয়ে মতামত আদান-প্রদানের জন্য স্থায়ী দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেল চালু করবে ভারত ও রাশিয়া। মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে এই বিষয়ে একমত হন তারা।
তালেবান বিষয়ে ইতোমধ্যেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছে রাশিয়া ও চীন। যেটি ভারতের চিন্তা বাড়িয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ দিন মোদি যেমন পুতিনের সঙ্গে আফগানিস্তান নিয়ে কথা বলেন, তেমনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে ‘ব্রিকস’ বৈঠকে যোগ দেয় রাশিয়া ও চীন। সে বৈঠকেও কথা হয় আফগানিস্তান প্রসঙ্গে।
মোদি আজ টুইটারে লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়াও কথা হয়েছে কোভিড মোকাবিলায় পারস্পরিক সহযোগিতাসহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে।’
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, আফগানিস্তানের ঘটনাপ্রবাহ এবং আঞ্চলিক ও বৃহত্তর বিশ্বে তার প্রভাব নিয়ে মোদি ও পুতিনের কথা হয়।
দু’জনেই মনে করছেন, এই বিষয়ে একসঙ্গে আগোনো জরুরি। দু’দেশের সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার দূতাবাস জানিয়েছে, আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া মাদক ও সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোয় গুরুত্ব দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। এ বিষয়ে আলোচনার জন্য একটি স্থায়ী দ্বিপাক্ষিক চ্যানেল তৈরি নিয়েও তারা সহমত হয়েছেন।