ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৬ মাসেই উধাও রিকশা ভাড়ার তালিকা!
Published : Wednesday, 25 August, 2021 at 12:00 AM, Update: 25.08.2021 1:25:55 AM
৬ মাসেই উধাও রিকশা ভাড়ার তালিকা! বশিরুল ইসলাম ||
নির্ধারিত রিকশা ভাড়ার তালিকা ঝুলানোর ৬ মাস পরেই কান্দিরপাড় থেকে উধাও হয়ে গেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের লাগানো বোর্ডটি। গতকাল মঙ্গলবার দুপুরে কান্দির পাড় মোড়ে পুলিশ বক্সের পাশে গিয়ে দেখা যায় ওই বোর্ডের স্থানে বসে আছে তালাচাবি মিস্ত্রিী। প্রতিবেক ওই জায়গার ছবি তোলায় গতকাল সন্ধ্যার পর সেই স্থানে বোর্ডটির ছেড়া অংশ আবারো ঝুলতে দেখা যায়। অথচ গত ৬ মাস আগেই কুমিল্লা নগরবাসীর কঠোর দাবীর মুখে এই বোর্ড লাগায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খবর নিয়ে জানা গেছে, চকবাজার ফয়সাল হাসপাতালের মোড়ে লাগানো  তালিকাটিও উধাও হয়ে গেছে। কান্দির পাড় লিবার্টি মোড়ে লাগানো বোর্ডটি পড়ে থাকে জনগণের চোখের আড়ালে। দিনের বেলায় এই বোর্ডটি হকারদের চেয়ার টেবিল দিয়ে ঢেকে থাকে।
একাধিক সচেতন নাগরিকরা জানান, একদিকে রিকশা ভাড়ার দৌরাত্মে নাগরিকরা এক রকম বাকরুদ্ধ হয়ে আছেন, তেমনি নির্ধারিত ভাড়া মানানোর ক্ষেত্রে প্রশাসনের নেই কোন পদক্ষেপ। তার উপর জনগণের এই দাবির বোর্ডগুলো ৬ মাসের মধ্যে উধাও হয়ে যাওয়া- নাগরিকদের দাবীর অবমাননা। রিকশা চালকরা এখন অতিরিক্ত ভাড়া দাবী করলে এখন কারোরই কিছু বলার থাকবে না।  
কান্দির পাড় মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদ ভূইয়া জানান, এই বোর্ড যে ছিড়ে নেয়া হয়েছে করোরই খেয়াল নেই। আমিও আজ খেয়াল করলাম কান্দিরপাড়ের বোর্ডটি ছিড়ে নেয়া হয়েছে।
এসব বোর্ডগুলো সংরক্ষণের দায়িত্বে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, এসব তালিকাগুলো সম্ভববতঃ রিকশা চালকরাই এগুলো ছিড়েছে। তবে আমরা আবার ব্যবস্থা নিয়ে এগুলো পুণরায় লাগানোর ব্যবস্থা করবো। কারণ এসব বোর্ড সাধারণ মানুষেরই কাজে লাগে।