রণবীর ঘোষ কিংকর ||
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লা অংশের কয়েকটি স্থানে যানজট নিত্যসঙ্গী। মহাসড়কের উপরে
অবৈধ গাড়ি পার্কিং ও স্ট্যান্ড গড়ে তোলায় যানজট মুক্ত মহাসড়ক গড়তে চরম
ব্যর্থ হচ্ছে সড়ক বিভাগ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে
চান্দিনা-বাগুর বাস স্টেশন, গৌরীপুর ও নিমসার এলাকায় এর ভয়াবহতা চরম।
মহাসড়কের উপরেই গড়ে উঠেছে অবৈধ মাইক্রোবাস, মিনিবাস, মারুতি ও সিএনজি
অটোরিক্সা স্ট্যান্ড। এছাড়া সকালে নিমসারের কাঁচাবাজারের যানজট তো লেগেই
আছে ।
দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম ওই মহাসড়ক যানজট মুক্ত করতে
মহাসড়ক ফোর লেনে রূপান্তরের পাশাপাশি স্টেশন এলাকায় যাত্রী উঠা-নামার জন্য
নির্দিষ্ট ‘বাস বে’ রাখা হলেও নির্দিষ্ট স্থানে থামছে না বাস। কিছু
স্বার্থান্বেষী মানুষের কারণে গড়ে উঠা অবৈধ স্ট্যান্ডে চালকরা যাত্রী
উঠানোর প্রতিযোগিতায় নির্ধারিত স্থানের পরিবর্তে যে যেখানে পারছে গাড়ি
থামিয়ে যাত্রী উঠানো-নামানো করছে। স্টেশন এলাকার পুরো মহাসড়ক দখলে নেয়
তারা।
সরেজমিনে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা ঘুরে দেখা
গেছে- চান্দিনা-বাগুর বাস স্টেশনের পশ্চিমাংশে ফোর লেন মহাসড়কে উচু লেন
ডিভাইডার দিয়ে দুই পাশে আরও চার লেন করে বাস থামার নির্দিষ্ট স্থান করা
হয়েছে। কিন্তু ওই নির্দিষ্ট স্থানের এক পাশে শুধুমাত্র স্থানীয় ২-৩টি
পরিবহনের বাস বাস ব্যতিত আর কোন বাস থামছে না। স্টেশন এলাকার পূর্বাংশে দুই
পাশে মহাসড়কের উপরেই বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানো হচ্ছে।
অপরদিকে,
মাইক্রোবাস, মিনিবাস, মারুতি ও সিএনজি অটোরিক্সার অবৈধ স্টেশন যেন পুরো
স্টেশন এলাকাই গিলে ফেলছে। মহাসড়কের উপরে ‘দরজা খোলা সার্ভিস’ নামে খ্যাত
মারুতি-মাইক্রোবাসের অবৈধ স্টেশনে একমুখী ৪-৫টি সারিতে এলোপাথারী গাড়ি
থামানোর কারণে দূরপাল্লার একটি গাড়িও স্টেশন এলাকা অতিক্রম করা সম্ভব হয়
না।
চান্দিনা-দেবীদ্বার আঞ্চলিক সড়কের সিএনজি অটোরিক্সার স্টেশন মহাসড়ক
সংলগ্ন বাগুর ব্রীজ এলাকায় গড়ে উঠায় ওই সিএনজি অটোরিক্সা অবাধ বিচরণ করে
মহাসড়কের উপরে চলে আসছে।
চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের চালক কালাম
জানান- চান্দিনা স্টেশনে লোকাল বাস ও মাইক্রোগুলো সব সময় এলোপাথারীভাবে
দাঁড়িয়ে থাকে। দূরপাল্লার বাসগুলো পিছনে দাড়িয়ে থাকার পরও তারা তাদের সময়
মত না সরলে আমাদের কিছুই করার থাকে না। বাধ্য হয়েই আমরা দাঁড়িয়ে থাকি। আর
এতেই যানজট সৃষ্টি হয়। একই পরিস্থিতি নিমসার এলাকায়।
এদিকে, প্রতিদিন
ভোর রাত থেকে সকাল ১০টা অবধি নিমসার বাজার এলাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ,
ভ্যান এর এলোপাথারী পার্কিংয়ে ও মহাসড়কের উপরেই পণ্য উঠানো-নামানোর কাজ
করায় যানজট নিত্যসঙ্গী। বাজার এলাকার ১০০ মিটার পথ অতিক্রম করতে এক ঘন্টারও
বেশি সময় পার করতে হয় চালকদের। এতে অফিসগামী যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে।
এ ব্যাপারে হাইওয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. রহমত উল্লাহ
বিষয়টি স্বীকার করে বলেন, মূলত মাইক্রো ও বাস চালকদের কারণেই এ সমস্যা
সৃষ্টি হচ্ছে। তবে দ্রুত ওই সমস্যা সমাধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।