লক্ষ্মীপুরে জেরিন নামে ২০ বছর বয়সী এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মধ্যরাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয়। মৃত জেরিন ওই গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে নিজেদের বাড়ির পাশে একটি ঘরে ঝুলন্ত অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় আশপাশের লোকজন ও পরিবারের সঙ্গে আলাপ করেন তারা। সুরতহাল রিপোর্টও করা হয়। তার ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার হয়।
খোঁজ নিয়ে জানা যায়, জেরিন ও একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে তার স্বামী সোহেলের (প্রবাসী) সঙ্গে পারিবারিক কলহের কারণে সম্প্রতি তাদের বিয়ে বিচ্ছেদ হয়। কিছুদিন পূর্বে সোহেল বাড়িতে আসে। আর ঝুলন্ত অবস্থায় জেরিনের লাশ মিলে এদিন। তবে স্থানীয় এলাকাবাসী বলছেন মৃত্যুটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উৎঘাটনের দাবি সচেতন মহলের।
নিহতের বাবা জাহাঙ্গীর বলেন, জেরিনের সাথে সোহেলের বিয়ে হওয়ার পর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার সময় সোহেল প্রবাসে ছিল। এখন কী কারণে সে (জেরিন) আত্মহত্যা করেছে জানি না। এদিকে মেয়ের মৃত্যুর শোকে জেরিনের মা অচেতন অবস্থায় পড়ে থাকায় তার বক্তব্য জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য জাবেদ হোসেন মামুন জানান, পরিবারের কোনো অভিযোগ না পেয়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য বলেছেন। পরে রাতেই নিহতের মরদেহ দাফন করা হয়।
সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, এটি নিশ্চিত আত্মহত্যা। পরিবারের কোনো অভিযোগ নেই। তারা আবেদন করায় ময়না তদন্তছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।