ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭৮ রানে অল-আউট ভারত
Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM
ইংল্যান্ডের বিপে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গেছে সফরকারী ভারত। হ্যাডিংলিতে জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, রবিনসন ও স্যাম কারানের বোলিং তোপে ল-ভ- হয়ে গেছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ।
টসে জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে কোহলির দল। প্রথম ওভারেই লোকেশ রাহুলকে হারায় তারা। তিনে নামা চেতশ্বর পুজারা ফেরেন ১ রান করেই। এরপর ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও (৭) সাজঘরে ফেরত পাঠান অ্যান্ডারসন।
শুরুর এই বিপর্যয় আর সামলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭৮ রানেই গুটিয়ে যায় দলটি। রোহিত শর্মা সর্বোচ্চ ১৯ ও আজিঙ্কা রাহানে ১৮ রান করেন। এই দুজন ছাড়া দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি আর কোনো ভারতীয় ব্যাটসম্যান।
ইংল্যান্ডের অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া রবিনসন ও স্যাম কারান নেন ২টি করে উইকেট। উল্লেখ্য যে, দুদলের মধ্যেকার দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।