ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাহ্মণপাড়ায়  যত্রতত্র পার্কিং ভোগান্তিতে মানুষ
Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর পর্যন্ত রাস্তার চারপাশে বিভিন্নভাবে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও গাড়ি পার্কিং ব্যবস্থা। বিশেষ করে ট্রাক আর কার্ভাড ভ্যান যত্রতত্র পার্কিং করার ফলে সড়ক সরু হয়ে যানজটের সৃষ্টি হয়।
উপজেলার সদর বাজার, সাহেবাবাদ বাজার, ধান্যদৌল বাজার,বড়ধুশিয়া বাজার, চান্দলা বাজার, ষাটশালা বাজার ও মিরপুর সিএনজি স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে এলোপাথারি করে ট্রাক থামিয়ে মালামাল নামানো হয়। বিশেষ করে দিনের বেলায় মালামাল নামানোর কারনে বেশ ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
এছাড়া রাস্তার বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে দোকানপাট করে আরো ভোগান্তিতে পড়তে হচ্ছে রাস্তায় চলাচলকারী হাজারো মানুষকে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। অহেতুক অনেক ট্রাক দাড়িয়ে থাকার কারনে ভোগান্তিতে পড়ছে মানুষ। ঘন্টার পর ঘন্টা যানযটে বসে থাকতে হয়।
সরেজমিন বুধবার সকালে বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাস্তার দুপাশে বিভিন্নভাবে ট্রাক দাড়িয়ে মালামাল আনলোড করা হচ্ছে। এতে বিশেষ করে দিনের বেলায় বড় যানযটের সৃষ্টি হচ্ছে। ধান্যদৌল বাজারের বিভিন্ন 'স'মিলের দোকানের সামনে দেখা গেছে বড় বড় ট্রাক থেকে গাছ নামানো হচ্ছে। এতে যানযটের দীর্ঘ লাইন তৈরী হচ্ছে। এতে যাত্রীরা বেশ বেগ পেতে হচ্ছে।
রাস্তায় চলাচলকারী শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, যদি রাতের বেলায় ট্রাকগুলো থেকে মালামাল নামানো হয় তাহলে কিছুটা হলেও যানযট কমবে। কিন্তু দিনের বেলায় ট্রাক দাড়িয়ে থাকলে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। তাই প্রশাসনের আরো কঠোর হওয়া দরকার এই ব্যাপারে।