ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জলজটের চট্টগ্রামে নালায় পড়ে বৃদ্ধ নিখোঁজ
Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM
চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে সৃষ্ট জলজটে নালায় পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বুধবার নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনার পর থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিখোঁজ সালেহ আহমদের বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে, বাড়ি পটিয়া উপজেলায়। চট্টগ্রামে তিনি থাকতেন চকবাজার এলাকায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ জানান, রাত থেকে বৃষ্টির কারণে মুরাদপুর এলাকায় প্রচুর পানি জমেছিল। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান সালেহ আহমেদ। নালায় পানির স্রোত থাকায় তিনি তলিয়ে যান।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে ওই নালায় তল্লাশি শুরু করে। স্রোতের কারণে তাদের উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে বলে জানান বিপ্লব।
দুপুরের পর থেকে পুনরায় তল্লাশি শুরু হলেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি বলে জানিয়েছেন তিনি।
নিখোঁজ সালেহ আহমদের স্ত্রীর বোনের ছেলে মো. ফাহিম জানান, তার খালু চকবাজার কাঁচা বাজারে সবজি বিক্রি করেন। সকালে নাজিরহাট মাইজভা-ার শরীফে যাওয়ার জন্য তিনি মুরাদপুর গিয়েছিলেন বাসে উঠতে।
ফুটপাত দিয়ে যাওয়ার সময় পা পিছলে তিনি নালায় পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পেরেছেন ফাহিম।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর, ষোলশহর, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজারসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন স্থানে হাঁটু থেকে বুক সমান পানি ওঠার খবরও পাওয়া গেছে।
চট্টগ্রাম নগরীতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।