মাদ্রাসায় শিক্ষক সংকট, শূন্য পদের তথ্য চেয়েছে সরকার
Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM
দেশের সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার। কত দিন থেকে শিক্ষক ও কর্মচারীদের পদ শূন্য রয়েছে, তা নির্ধারিত ছকে পাঠাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপচিালককে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ আগস্ট সই করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোতে শিক্ষক ও কর্মচারীদের অনেক পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। ফলে মাদ্রাসাগুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে কত তারিখ থেকে কী কারণে পদ শূন্য রয়েছে, তা জানা প্রয়োজন।
নির্ধারিত ছক মোতাবেক আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা ও কারিগরি বিভাগে তথ্য পাঠাতে হবে।