মুরাদনগরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক জীবন মিয়ার (৫৫) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির হেড কোয়ার্টারের সহকারী সাধারণ ব্যবস্থাপক (এজিএম-অপারেশন অ্যান্ড ম্যানেজম্যান্ট) ফয়সাল চৌধুরীকে প্রধান, এজিএম (প্রশাসন) রাহাত মিয়া এবং পাওয়ার হাউজের কো-অর্ডিনেটর প্রহলাদ চন্দ্র কর্মকারকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ বিষয়টি কুমিল্লার কাগজকে নিশ্চিত করেন। দুই কার্য দিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানায় এই কর্মকর্তা।
মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকায় ধান কাটতে গিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক জীবন মিয়া (৫৫) মারা যায়। সে গুঞ্জুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে জমিতে ধান কাটতে গিয়েছিলেন বর্গাচাষি জীবন মিয়া। তার জমির চার থেকে পাঁচ ফুট উপরেই ঝুলছিল পল্লী বিদ্যুতের তার। ধান কাটার সময় ঝুলে থাকা তার জীবন মিয়ার পিঠে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালী, গাফিলতি ও উদাসীনতায় জীবন মিয়ার মৃত্যু হয়েছে।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার রাতেই জীবন মিয়ার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।