ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে পূর্ব শত্রুতার জেরে ছোটভাইকে পিটিয়ে জখম
শাহীন আলম
Published : Thursday, 26 August, 2021 at 6:38 PM
দেবিদ্বারে পূর্ব শত্রুতার জেরে ছোটভাইকে পিটিয়ে জখমকুমিল্লার দেবিদ্বারে পূর্ব শত্রুতার জেরে আপন ছোট ভাইকে এলোপাতারি পিঠিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেঁচড়াপুকুরিয়ায় এ ঘটনা ঘটে। 
আহত ছোট ভাইয়ের নাম মো. আল-আমিন। তিনি ওই এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে আল আমিনের স্ত্রী মোসা. নাজমা বেগম বাদি হয়ে দেবিদ্বার থানায় অভিযুক্ত  আবদুল করিমসহ তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্য আসামীরা হলো, আবদুল করিমের স্ত্রী তাছলিমা বেগম এবং ব্রাক্ষণখাড়া গ্রামের নবী সরকারের ছেলে মো. ইব্রাহীম। 
লিখিত অভিযোগে নাজমা বেগম উল্লেখ করেন, অভিযুক্ত করিম একটি হত্যা মামলার আসামী। সে ওই মামলায় ১১মাস পর জেল থেকে জামিনে বের হয়ে বেপরোয়া হয়ে যায়। পাড়া-প্রতিবেশীসহ আমাদের অনবরত হুমকি-ধামকি দিতে থাকে ‘হত্যা করেও তো পার পেয়ে গেছি’ তোদের মারলেও আমার কিছু হবে। তার ভয়ে এলাকার মানুষ আতঙ্কে থাকে। ভয়ে কেউ কথা বলতে সাহস করে না। 
তিনি আরও বলেন, বুধবার বিকালে সামান্য জমিজমা নিয়ে তুচ্ছ কথায় উত্তেজিত হয়ে আমার স্বামীকে এলোপাতারি রড দিয়ে পিটিয়ে জখম করে, এসময় আমি আমার স্বামীকে বাঁচাতে এলে আমাকেও মারধোর করে। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমার স্বামীকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমি এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।  এ ঘটনায় সুষ্ঠু তদন্তে করে দোষীদের বিচার দাবি করছি।  
এ ব্যাপারে অভিযুক্ত  আবদুল করিমের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। 
এ ব্যাপারে দেবিদ্বার থানার  অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, আহত আল আমিনের স্ত্রী নাজমা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   
 প্রসঙ্গত,  ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ছেচরাপুকুরিয়ার গৃহবুধু শাহীনা বেগমকে হত্যা করে  লাশ ৪৬ টুকরো করে ৬৫ ফুট গভীর পানির পাম্বের পাইপে ঢুকিয়ে বালু চাপা দেয় আবদুল করিমসহ আরও কয়েকজন।  ওই হত্যা মামলায় আবদুল করিম সে ১১মাস জেল খাটে।