ভারতকে লজ্জায় ডুবিয়ে ইনিংসে জেতার উল্লাস ইংল্যান্ডের
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
তৃতীয় দিনের শেষটা কেমন ছিল, আর চতুর্থ দিনের সকালটা হলো কেমন! প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হওয়া ভারত প্রতিরোধ গড়ে একটা লড়াকু ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ইংলিশ পেসারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়লো তাদের ব্যাটিং লাইনআপ। ফল, হেডিংলি টেস্টে বিরাট কোহলিদের ইনিংস ব্যবধানে হার। সমান্তরালে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড।
চতুর্থ দিনের লাঞ্চের আগেই অলআউট হয়ে গেছে ভারত। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা গুটিয়ে গেছে ২৭৮ রানে। তাই প্রথম ইনিংসে ৪৩২ রান করা ইংল্যান্ড তৃতীয় টেস্ট জিতেছে ইনিংস ও ৭৬ রানে। দ্বিতীয় টেস্ট ভারত জেতায় পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
অথচ তৃতীয় দিনের শেষে দৃশ্যপট ছিল অন্যরকম। ভারতের স্কোরবোর্ডে ২ উইকেটে ২১৫ রান থাকায় ছিল লড়াই করার পূর্ণ ঘোষণা। কিন্তু চতুর্থ দিনের সকালেই উল্টে গেলো সব হিসাব। মাত্র ৬৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়েছে ভারত। টেস্ট ম্যাচের সৌন্দর্য সম্ভবত এটাই। যুগের পর যুগ ধরে রোমাঞ্চকর ও নাটকীয় অনেক মুহূর্ত উপহার দেওয়া ক্রিকেটের এই কুলীন সংস্করণে যেটি আরেকবার দেখা মিললো হেডিংলি টেস্টে।
ইংলিশ পেসারদের সামনেই ধরাশয়ী ভারত। প্রথম ইনিংসে ছিল জেমস অ্যান্ডারসনের তোপ। পার্শ্ব ভূমিকায় ছিলেন ওলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ডানহাতি এই পেসারেই লজ্জায় ডুবেছে ভারত। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ। রবিনসন প্রথম ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট। সব মিলিয়ে ম্যাচে শিকার ৭ উইকেট।
দীর্ঘদেহী এই পেসার চতুর্থ দিন শুরু করেছিলেন চেতেশ্বর পূজারাকে দিয়ে। ভারতকে স্বপ্ন দেখানো এই ব্যাটসম্যান আগের দিনের ৯১ রানেই ফেরেন প্যাভিলিয়নে। পরে কোহলিকেও তুলে নেন রবিনসন। অনেকদিন পর রানে ফেরা ভারতীয় অধিনায়ক আউট হয়েছেন ৫৫ রান। মাঝে অ্যান্ডারসন ফেরান আজিঙ্কা রাহানেকে (১০)।
এরপর জয় নিশ্চিত করতে বেশি সময় লাগেনি ইংলিশদের। রবীন্দ্র জাদেজা ২৫ বলে ৩০ রান করে হারের ব্যবধান যা একটু কমিয়েছেন। তবে ইনিংস হার থেকে বাঁচাতে পারেননি দলকে। ঋষভ পান্ত মাত্র ১ রান করে ফেরেন প্যাভিলিয়নে।
রবিনসন ৬৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ক্রেইগ ওভারটনও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মোহাম্মদ সিরাজকে আউট করে ইংলিশদের জয় নিশ্চিত করা এই পেসার ৪৭ রান খরচায় নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট শিকার অ্যান্ডারসন ও মঈন আলীর।