ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১০ জনের আর্সেনালকে গুঁড়িয়ে দিলো ম্যানসিটি
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন মিকেল আর্তেতা। এবারই যে তারা ডাগ আউটে প্রথমবার মুখোমুখি হয়েছেন, তা নয়। তবে নতুন মৌসুমে প্রথমবার যেহেতু সাাৎ, আলাদা একটা উপল ঠিকই তৈরি হয়েছিল। যে উপলে গার্দিওলার ম্যানসিটির ঝড়ে স্রেফ উড়ে গেলো আর্তেতার আর্সেনাল। ঘরের মাঠে ১০ জনের গানারদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ম্যাচে গোল উৎসবে মেতেছিল গার্দিওলার শিষ্যরা। টটেনহামের কাছে হারের পর নরউইচ সিটির বিপে ৫-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানসিটি। আজও (শনিবার) তারা দিয়েছে ৫ গোল। অর্থাৎ, ইতিহাদের দুই ম্যাচে প্রতিপরে জালে বল জড়িয়েছে ১০বার, বিপরীতে হজম করেনি একটিও!
৩৫ মিনিটে গ্রান্ট জাকা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগেই ২ গোল হজম করে আর্সেনাল। এমনিতেই পিছিয়ে ছিল, এরপর ওপর একজন কম নিয়ে খেলে কোনও প্রতিরোধ গড়তে পারেনি। ম্যানসিটির ২৫ শটের বিপরীতে মাত্র একটি শট নিতে পেরেছে গানাররা। আর বল পজেশনের হিসাব বলছে ম্যানসিটি ৮১ শতাংশ-আর্সেনাল ১৯ শতাংশ।
ঘরের মাঠে এগিয়ে যেতে ম্যানসিটির লেগেছে মাত্র ৭ মিনিট। যখন ইকেই গুন্ডোয়ান হেডে জাল খুঁজে নিয়ে লিড এনে দেন স্বাগতিকদের। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ৮৪ মিনিটে আর্সেনালের কফিনে শেষ পেরেকটিও মেরেছেন এই তরুণই। মাঝে স্কোরশিটে একবার করে নাম লিখিয়েছেন ৪৩ মিনিটে গাব্রিয়েল জেসুস ও ৫৩ মিনিটে রোদ্রি।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে ম্যানসিটি। বিপরীতে টানা তৃতীয় হারে তলানিতে আর্সেনাল।