ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিটন-মুশফিকের প্রত্যাবর্তন খুবই গুরুত্বপূর্ণ : প্রিন্স
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
অস্ট্রেলিয়ার বিপে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশের দুশ্চিন্তা ছিল ওপেনিং জুটি নিয়ে। শেখ নাঈম অনেক লড়াই করে ১০০ বা তার কম স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। আর সৌম্য সরকার প্রতি ম্যাচেই ব্যর্থ। ইনজুরির কারণে তামিম ইকবাল ছিলেন না। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে পাওয়া যাবে না। তবে দলে ফিরেছেন ইনফর্ম ওপেনার লিটন দাস। সেই সঙ্গে আছেন মিডল অর্ডারের ভরসা মুশফিক। এই দুজনের প্রত্যাবর্তনকে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন অ্যাশওয়েল প্রিন্স।
টাইগারদের ব্যাটিং কোচ শনিবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় বলেন, 'লিটন ও মুশফিকের প্রত্যাবর্তন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলে অভিজ্ঞ খেলোয়াড় ও কার্যকর তরুণ খেলোয়াড়দের সমন্বয় আছে। দলের অভিজ্ঞ খেলোয়াড় ও তরুণদের মধ্যে যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমরা কী শিখতে পারি, এ নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। যারা সেই সিরিজে খেলেনি, ওদের সঙ্গে আমরা ভাবনা ভাগাভাগি করেছি। মুশফিক, লিটনরা এই কন্ডিশনে অভিজ্ঞ, ওরা অস্ট্রেলিয়া সিরিজে খেলেনি। ওদের সঙ্গেও আলোচনা হয়েছে।'
মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের বধ্যভূমি। তাই ওপেনিং ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন প্রিন্স, 'ব্যক্তিগতভাবে আমি ওপেনারদের নিয়ে উদ্বিগ্ন নই। আমরা জিম্বাবুয়েতে ভালো জুটি গড়েছি। অস্ট্রেলিয়া সিরিজে কন্ডিশন কঠিন ছিল। বল ব্যাটে আসলে এবং বলে গতি ও বাউন্স থাকলে যতটা নিয়মিত বাউন্ডারি সম্ভব, ততটা অস্ট্রেলিয়া সিরিজে বের করা সহজ ছিল না। এখানে মানিয়ে নিতে হবে। জুটি গড়া গুরুত্বপূর্ণ। আমাদের দলে এই পজিশন নিয়ে প্রতিযোগিতাও আছে। লিটন নিশ্চয়ই এই সিরিজে সুযোগ পাবে। আর এই প্রতিযোগিতা দলের জন্য ভালো।'
তিনি আরও বলেন, 'এই দলের সবচেয়ে দুর্দান্ত দিকটা হচ্ছে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ। অনেক তরুণ খেলোয়াড় দলে এসেছে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং বিভাগেও এটা দেখা যায়। দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী কিছু তরুণ ক্রিকেটার আছে। ওদের বড় টুর্নামেন্ট খেলার এবং সেখানে সফল হওয়ার অভিজ্ঞতা আছে। প্রতিটি বিভাগে মানসম্মত ক্রিকেটার আছে। ফাস্ট বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং সব বিভাগে ক্রিকেটারদের মান দেখে আমি রোমাঞ্চিত।'