ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ড সিরিজে কিপিং করবেন মুশফিক-সোহান দু’জনই!
Published : Monday, 30 August, 2021 at 3:55 PM
নিউজিল্যান্ড সিরিজে কিপিং করবেন মুশফিক-সোহান দু’জনই!জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সিরিজে মুশফিকুর রহিমের ফেরার পর গ্লাভস জোড়া কার হাতে উঠবে- এমন প্রশ্ন উঠেছিল। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, মুশফিক ও সোহান দু’জনই কিপিংয়ের দায়িত্ব সামলাবেন। তবে দু’জনের জন্য এটি একটি পরীক্ষা!

মূলত প্রথম দুই টি-টোয়েন্টিতে সোহানের ওপর আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। তবে শেষ ম্যাচটি তিনিই কিপিং করবেন, যিনি আগের দুটি ম্যাচে ভালো করেছেন। সবমিলিয়ে তাই অভিজ্ঞ মুশফিকের জন্যও এটি একটি অগ্নি পরীক্ষা।

সোহান অবশ্য জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন তিন বছর পর। কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মুগ্ধ করেছেন এই সময়। কিন্তু মুশফিক ফেরার পর আলোচনা শুরু হয় যে, সোহানের হাতে গ্লাভস জোড়া দেখা যাবে কিনা! কারণ দিনের অনুশীলনেও এর জবাব পাওয়া যাচ্ছিল না। মুশফিক কিপিং অনুশীলন করলেও সোহানকে দেখা গেছে লং ক্যাচ অনুশীলন করতে। রবিবার অবশ্য মুশফিকও গ্রাউন্ডস ফিল্ডিং অনুশীলন করেছেন।

তাই সোমবার বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিষ্কার করলেন বিষয়টা, ‘নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তার হাতে গ্লাভস থাকবে। আমরা পরিকল্পনা করেছি এই সিরিজে উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করবো। সোহান ও মুশফিক দুটি করে ম্যাচে দায়িত্ব পালন করবে। এখানে যে কাজগুলো ভালোভাবে করবে, পঞ্চম ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া হবে।’