ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮, মৃত্যু ১ শনাক্ত পঞ্চাশের নিচে কুমিল্লায়
Published : Tuesday, 31 August, 2021 at 12:00 AM, Update: 31.08.2021 12:28:54 AM
 
২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮, মৃত্যু ১ শনাক্ত পঞ্চাশের নিচে কুমিল্লায় মাসুদ আলম।।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ কমতে কমতে কুমিল্লায় পঞ্চাশের নিচে নেমেছে আক্রান্ত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রায় দুইমাস পর কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। একই সাথে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যাও। এদিন করোনায় মারা গেছেন মাত্র একজন। এর আগেরদিন রবিবার কুমিল্লায় ছিলো শূণ্য মৃত্যু। সোমবার করোনা সংক্রমণের হার ছিলো ৯ দশমিক শতাংশ।
এদিকে দৈনিক আক্রান্তের বিপরীতে সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৬৩ জন সুস্থ হয়েছে। সংক্রমণ প্রতিরোধে মানুষ মাস্ক ব্যবহারে উদাসীন না হলে আক্রান্ত ও মৃত্যু আরও কমে আসবে বলে জানান জেলা স্বাস্থ্যবিভাগ।
সোমবার (৩০ আগস্ট) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৪৮ জনসহ জেলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৯১১ জন। সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩ জন।
সূত্রে আরও জানা যায়, করোনা সংক্রমণের হার কমে গত ২৪ ঘন্টায় ৯ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। আক্রাস্ত ৪৮ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২৩জন, সদর দক্ষিণ, দেবিদ্বার, দাউদকান্দি, তিতাস ও হোমনায় একজন করে,বুড়িচং পাঁচজন, ব্রাহ্মণপাড়া , লাকসাম ও বরুড়ায় তিনজন করে, চৌদ্দগ্রাম চারজন এবং মেঘনায় দুইজন।
আরও জানা যায়, সোমবার মারা যাওয়া ব্যক্তি নারী। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।