পানিতে ভাসমান নৌকা আর সেখানে গাইছেন বাবা-মেয়ে। সে গানে বুঁদ হয়েছে নেটিজেনরা। তবে চলচ্চিত্র প্রেমীদের জন্য সেখানে বাড়তি আগ্রহের জায়গাও আছে। কারণ গানটি গাইছেন নব্বই দশকের ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক নাঈম ও তার মেয়ে মাহদিয়া।
নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি গেয়েছেন তারা।
গতকাল (৩০ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে নতুন ভিডিওটি আপলোড করেছেন মাহদিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রিয় একটি গান গাইছি’। সেখানে দেখা যায়, গিটার বাজানোর পাশাপাশি নাঈমও কণ্ঠ দিয়েছেন গানে। আর মেয়ে মাহদিয়া গাইছেন বাবার সঙ্গে।
নৌকায় চড়ে বাবা-মেয়ের দ্বৈত কণ্ঠে মন কেড়েছে নেটিজেনদের। আপলোডের ১০ ঘণ্টাতেই এর ভিউ হয়েছে ৩ লাখেরও বেশি!
বাবা নাঈম ও মা শাবনাজের মতো সিনেমা নয়, মাহদিয়া গান গাইছেন ও চর্চা করছেন ছোটবেলা থেকেই। দুই বোনের মাঝে ছোট মাহদিয়ার আছে একটি ইউটিউব চ্যানেলও। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকবার আলোচিত হয়েছে তার গান।
অনেকদিন ধরেই পর্দার বাইরে আছেন একসময়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ।
তবে প্রায়ই ফেসবুকে হাজির হন গ্রামের বাড়ি থেকে। এবার মেয়েকে নিয়ে যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে এলেন নাঈম।