সোমবার অনুশীলনের সময় বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছিল আফিফ হোসেনকে। চোট পেলেও তাকে নিয়ে শঙ্কার কিছু নেই। এমন তথ্য জানিয়েছেন, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আফিফ এই মুহূর্তে ভালো আছে। কালকে (বুধবার) আশা করি ওকে আমরা পাবো।’ সোমবার বিকাল ৪টায় মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে বাংলাদেশ দল। সেখানেই ব্যাটিংয়ের সময় ডান হাতে আফিফ চোট পান। তখন বোলার ছিলেন পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লাফিয়ে ওঠা একটি ডেলিভারি খেলতে গেলে সেটি আফিফের ডান হাতে লাগে। ওই আঘাতে ব্যথায় কুঁকড়ে ওঠেন এই অলরাউন্ডার। উইকেটের পাশে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে যান তার পর। বরফ চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণ করছিলেন ট্রেনার নিক লি। এরপর আর ব্যাটিংয়ে নামেননি আফিফ।