তিতাসে ঢেউটিন ও চেক পেলো হতদরিদ্র ৪২ টি পরিবার
কবির হোসেন
Published : Tuesday, 31 August, 2021 at 8:58 PM
তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢেউ টিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। কুমিল্লা ২ হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিমা আহামাদ মেরীর পরামর্শ ক্রমে মঙ্গলবার দুপর বারোটায় উপজেলা পরিসদ চত্বরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে দুইবান ঢেউ টিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মোঃ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন ভূইঁয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার সালাউদ্দিন, মজিদ পুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইঁয়া। ছবির ক্যাপশনঃ তিতাসে হতদরিদ্র পরিবারের হাতে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।