কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১১ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আর্থিক সহায়তা দিয়েছেন দেবিদ্বার উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে এলাহাবাদ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান তাদের মাঝে সহায়তা প্রদান করেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ১১ দোকান মালিককে ৮২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, ইউপি চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম সরকার। এর আগে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ মালিকদের খোঁজ খবর নেন ইউএনও রাকিব হাসান।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাবুল মিয়া, তমিজ উদ্দিন, জহিরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান পুড়ে যাওয়া দোকান পাট পরিদর্শন করেছেন এবং নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। আরও আর্থিক সহযোগিতা করবেন বলে আশ^াস দিয়েছেন।
ইউএনও রাকিব হাসান বলেন, এলাহাবাদ বাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ১১ দোকান মালিককে তাৎক্ষনিক নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আরও অনুদান দেওয়া হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার অর্ধরাতে এলাহাবাদ বাজারে একটি প্লাস্টিক দোকানে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে ওই বাজারের ১১ টি দোকান পুড়ে যায়।