টোকিও অলিম্পিক থেকে বিদায়ের পর ইউএস ওপেনেও সুবিধা করতে পারলেন না জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে হেরে গিয়ে এবার টেনিস থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন ২৩ বছর বয়সী এ খেলোয়াড়। তিনি জানিয়েছেন, টেনিস খেলাটাকে পুরোপুরিভাবে উপভোগ করছেন না তিনি। তাই এ অনির্দিষ্টকালের বিরতি।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাওমি ৫-৭, ৭-৬ (২) ও ৬-৪ সেটে হেরেছেন কানাডার ১৮ বছরের কিশোরী লেইলাহ অ্যানি ফার্নান্দেজের কাছে।
খেলা শেষে নাওমি ওসাকা বলেন, খেলায় জয় আমাকে খুশি করে না। আনন্দ নয়, জয়ের পর স্বস্তি অনুভব করি। হারার পর হতাশ হয়ে যাই। আমি মনে করি না, এটা স্বাভাবিক।