ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাঁচদিন পর আবারও করোনায় মৃত্যুহীন কুমিল্লা
Published : Saturday, 4 September, 2021 at 12:00 AM, Update: 04.09.2021 1:46:06 AM
পাঁচদিন পর আবারও করোনায় মৃত্যুহীন কুমিল্লামাসুদ আলম।।
কুমিল্লায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ধীরে ধীরে কমে আসছেছ। সেই সঙ্গে কমছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৩০ আগস্ট মৃত্যুহীন ছিলো কুমিল্লা। পাঁচ দিনের ব্যবধানে আবারো ঠিক একই চিত্র দেখা গেলো কুমিল্লায়। এছাড়া জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তও নেই। এদিকে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৫০ এর নিচে নেমে এসেছে। কমছে শনাক্তর হারও। গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। তার বিপরীতে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১২২। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৭১জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ৯২০ জনের।
শুক্রবার কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।   
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,  কুমিল্লায় ধীরে ধীরে করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে। সেই সঙ্গে মৃত্যুও কমছে। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার কমে ৭ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। এছাড়া দৈনিক আক্রান্তের বিপরীতে সুস্থতার হারও বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে মানুষ মাস্ক ব্যবহারে উদাসীন না হলে আক্রান্ত ও মৃত্যু আরও কমে আসবে বলে জানান জেলা স্বাস্থ্যবিভাগ।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলার ১৭ উপজেলার মধ্যে কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, লালমাই, নাঙ্গলকোট ও মেঘনায় নতুন কোন করোনা আক্রান্ত নেই।