Published : Thursday, 2 September, 2021 at 7:30 PM, Update: 02.09.2021 7:38:47 PM
একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৭ (চান্দিনা) শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৭ অক্টোবর প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে ওই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালকুদার।
৭ অক্টোবর ভোট গ্রহণকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর।
চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান- নির্বাচনী তফসিল অনুযায়ী কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।
তিনি আরও জানান- চান্দিনা থেকে পাঁচবারের প্রবীণ সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে সেই দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করে ২ আগস্ট গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই শূন্য আসনে উপ-নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়।