বশিরুল ইসলাম:
করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে কুমিল্লায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সিটি কর্পোরেশন,
বুড়িচং, লাকসাম এবং মুরাদনগরের বাসিন্দা। এনিয়ে জেলায় মোট প্রাণহাণির
সংখ্যা ৯১৮। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং
সর্বশেষ একদিনে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৩ শতাংশ। কুমিল্লায় সর্বমোট
করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৮৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার
৬৩৬ জন।
জানা যায়, গত ২৪ঘন্টায় কুমিল্লায় সুস্থ হয়েছে ৩শ ৩৩জন। এ
পর্যন্ত মোট সুস্থ্য হওয়ার সংখ্যা দাড়িয়েছে ৩১হাজার ৬শ ৩৬জন। করোনা পজেটিভ
হওয়া ৩৫জনের মধ্যে ৫জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। বাকিরা
সদর উপজেলার ১জন, সদর দক্ষিণে ১জন, চৌদ্দগ্রামে ২ জন, দেবিদ্বারে ১জন,
লাকসামে ২জন, লালমাইয়ে ৩জন, নাঙ্গলকোট ৪জন, বরুড়ায় ৮জন, মুরাদনগর ৩জন,
মেঘনা ৩জন, তিতাস ১জন হোমনা ১জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া
ব্যক্তিরা কুমিল্লা সিটিকর্পোরেশন, বুড়িচং, লাকসাম ও মুরাদনগরের বাসিন্দা।
মোট পজেটিভ হওয়া রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৮হাজার ২শ ৮৯জনে। গত ২৪ ঘন্টায়
১৭৫জন প্রবাসী শ্রমিক করোন পরীক্ষা করেছেন। তাদের মধ্যে ৩জন পজেটিভ ধরা
পড়েছে।