র্যাবের অভিযানে কুমিল্লায় ৯ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
তানভীর দিপু
Published : Wednesday, 1 September, 2021 at 2:20 PM
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল তাদের গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদসহ প্রায় ৩১ হাজার টাকা জব্দ করে র্যাব। র্যাব-১১ সিপিসি-২ জানায়, পৃথক পৃথক অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় ছয়জন, চান্দিনা ও দেবিদ্বার থেকে বাকি ৩ জনকে আটক করা হয়। এসব এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের জন্য তারা বিভিন্ন পরিবহন সংগঠনের নামে ভুয়া রশিদ ব্যবহার করছিলো। র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।