সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে নগরের বেসরকারি হাসপাতাল মাউন্ড এডোরায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।
সাবেক এ গণপরিষদ সদস্য স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিপুর গ্রামে। সিলেট নগরের আম্বরখানা বড়বাজারের বাসভবনে তিনি স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিকেলে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, গত ১৫ জুলাই করোনা শনাক্ত হন বর্ষীয়ান রাজনীতিক লুৎফুর রহমান। পরে তিনি চিকিৎসা নিয়ে করোনামুক্ত হলেও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন। তিনদিন আগে ডায়রিয়া ও বার্ধক্যজনিত নানা রোগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরের মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচরের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগসহ প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।