ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান আফগানিস্তানকে ফিরিয়ে দিলো ইরান
Published : Saturday, 4 September, 2021 at 1:33 PM
যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান আফগানিস্তানকে ফিরিয়ে দিলো ইরানতালেবান কাবুল দখলের জেরে আফগানিস্তান ছেড়ে ইরানে পালিয়ে গেছেন বহু আফগান সেনা। যাওয়ার সময় তারা আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু সাঁজোয়া যানও সঙ্গে নেন। তবে সেগুলোর বেশিরভাই আফগানিস্তানকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মার্কিন-নির্মিত সচল সাঁজোয়া যানগুলো তালেবানের হাতে তুলে দিয়েছে ইরান সরকার। শনিবার (৪ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আমওয়াজ মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক বিশেষ প্রতিবেদনে আমওয়াজ মিডিয়া জানিয়েছে, সাবেক আফগান সেনাদের চালানো সাঁজোয়া যানগুলোর ‘প্রায় সবই’ আফগানিস্তানের নতুন শাসকদের হাতে তুলে দিয়েছে ইরান।

গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে আফগানিস্তান থেকে সারিবদ্ধভাবে বহু সাঁজোয়া যান ইরানে ঢুকতে দেখা গেছে।

গত ১ সেপ্টেম্বর ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তেহরানসহ ইরানের বিভিন্ন অংশে আফগান সামরিক বাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বেশ কিছু সাঁজোয়া হামভি গাড়ি ইরানের পূর্বাঞ্চল থেকে তেহরান নিয়ে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেয়। এরপর থেকেই দক্ষিণ এশিয়ার দেশটিতে সশস্ত্র অভিযান জোরদার করে তালেবান বিদ্রোহীরা। গত ১৫ আগস্ট একপ্রকার বিনাযুদ্ধেই কাবুল দখল করে তারা। এ অবস্থায় আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে ওঠেন এতদিন পশ্চিমাদের সহায়তাকারী দোভাষী, আফগান সেনা ও তাদের পরিবারের সদস্যরা। অনেকেই পার্শ্ববর্তী দেশ ইরান, পাকিস্তান, তাজিকিস্তানে পালিয়ে যান। কয়েক হাজার আফগানকে আশ্রয় দিয়েছে পশ্চিমা দেশগুলোও।