ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের নবম সিনিয়র রোভার মেট হলেন রোভার ইমন
Published : Sunday, 5 September, 2021 at 12:00 AM, Update: 05.09.2021 1:24:45 AM
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের নবম সিনিয়র রোভার মেট হলেন রোভার ইমননিজস্ব প্রতিবেদক : স্কাউটটিং একটি শিক্ষা সেবাম‚লক আন্দোলন। এই আন্দোলনকে গতিশীল করার লক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ এ অধ্যয়রত শিক্ষার্থীদের নিয়ে ২০১০ সালে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে আটজন রোভার বিভিন্ন সময়ে সিনিয়র রোভার মেট এর দায়িত্ব পালন করেন। গত ৩ সেপ্টেম্বর এ কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সহচর দীক্ষা অনুষ্ঠানে নবম সিনিয়র রোভার মেট মনোনীত করা হয় রোভার শাহরিয়ার রহমান ইমনকে।

ইমন চান্দিনা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং ও চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ স্কাউট দলে সম্পৃক্ত ছিলেন। দল নেতার ও দায়িত্ব পালন করেন সফলতার সহিত। ২০১৬ সালে দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সাথে সম্পৃক্ত হয়ে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ও এ্যাডভান্স কোর্স,রোভার মেট এ কোর্স

সম্প‚র্ণ করেন।

এছাড়া ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সদস্য হিসেবে একাদশ জাতীয় রোভার মুট, অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট, ষষ্ঠ জাতীয় কমডেকা,শতবর্ষ রোভার মুট, সপ্তম কুমিল্লা জেলা রোভার মুট,দ্বিতীয় কমিউনিটি বেইজড ক্যাম্প এ অংশগ্রহন করেন সাফল্যের সাথে।

রোভার ইমন হজ্ব ক্যাম্পে হাজীদের সেবা প্রদান করেছেন প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের লক্ষে কুমিল্লা থেকে হবিগঞ্জ পর্যন্ত পাচঁদিনে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমন সম্পুর্ন করেছেন।

রোভার ইমন কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও মুক্ত দলের প্রধান উপদেষ্টা হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের গ্রæপ কমিটির  সভাতি মাসুক আলতাফ চৌধুরীর ও রোভার স্কাউট লিডারও কুমিল্লা আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,। চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার রাসেল সরকার।

ইমন চান্দিনা উপজেলার হারং গামে জন্ম। তাঁর পিতা মশিউর রহমান, মাতা সাহানারা আক্তার সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি সবার দোয়া সহযোগিতা কামনা করেন।