ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে ১ লাখ ছাড়াল করোনা সংক্রমণ
Published : Sunday, 5 September, 2021 at 2:33 PM
চট্টগ্রামে ১ লাখ ছাড়াল করোনা সংক্রমণচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোভিডে সংক্রমিত হয়ে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে।  একই সময় নতুন করে ১২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ছাড়াল।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬২ জন।  নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫৮ জন।  ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই উপজেলার বাসিন্দা।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪১ জন।  চট্টগ্রামে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ৪৫।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ১০ শতাংশ। এদিন জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়।  পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়।  পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ১০ শতাংশ। সেদিনও জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়।