পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটিতে জয় নিয়ে ২-০ তে এগিয়ে বাংলাদেশ। তাই আজ তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই ফরম্যাটে সিরিজ জেতার হাতছানি।
মাহমুদউল্লাহ বাহিনী আজ কি পারবে টানা তিন জয়ে সিরিজ নিজেদের করে নিতে!
দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে নিউজিল্যান্ড। তাই তৃতীয় ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা থাকতেই পারে। তবে জানা গেছে, আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচের উইকেটে। অর্থাৎ নিউজিল্যান্ড আজ পাচ্ছে ৬০ রানে গুড়িয়ে যাওয়া সেই উইকেট।
ব্যাটিংসহায়ক উইকেট হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আজ সাকিব, নাসুমরা দাপট দেখাবেন, অনুমান করা যায়।
সিরিজ নিশ্চিতে তবে একাদশে পরিবর্তন আনবে কি নির্বাচকমণ্ডলী? এ বিষয়ে তিনটি প্রশ্ন উঠেছে। যার দুটিতে জবাব দিয়ে বিসিবির একটি সূত্র জানিয়েছে, গত দুই ম্যাচের একাদশ নিয়েই আজ মিরপুরে নামবে টাইগাররা।
সূত্র জানায়, দ্বিতীয় ম্যাচে নাঈম-লিটনের ওপেনিং জুটিতে এসেছে ৫৯ রান। যার বদৌলতে ৬ ম্যাচ পর ১২০-১৩০'র ঘর পার হয়ে ১৪১ রান করেছে বাংলাদেশ। তাই ওপেনিংয়ে কোন পরিবর্তন থাকছে না। আজকেও সাইডবেঞ্চে বসে খেলা দেখবেন সৌম্য সরকার।
দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন। তাকে বসিয়ে শরিফুল ইসলামকে ফেরানো হবে কি না প্রশ্নে শনিবার বেলা ১১.৩০ পর্যন্ত জানা গেছে, ভালো ব্যাট করতে জানা সাইফউদ্দিনকে আরো এক ম্যাচ সুযোগ দেওয়া হচ্ছে।
তৃতীয় যে প্রশ্ন উঠেছে - আজ কিপিংয়ে কে থাকছেন? সিরিজ শুরু আগে কোচ ডমিঙ্গোর বার্তা অনুযায়ী, আজ উইকেটের পেছনে মুশফিকুর রহিমের থাকার কথা।
কিন্তু এ প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর মেলেনি। অপেক্ষা করতে হবে দুপুর সাড়ে তিনটায় টসের সময় পর্যন্ত। তবে দলের অনুশীলনে দেখা গেছে, গ্লোভস সোহানের হাতেই। মুশফিককে কিপিং অনুশীলন করতে দেখা যায়নি।
অর্থাৎ তৃতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ ও সোহানকে কিপিংয়ে রেখেই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।