ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তানে নির্বাচনের তাগিদ ইরানের
Published : Sunday, 5 September, 2021 at 3:02 PM
আফগানিস্তানে নির্বাচনের তাগিদ ইরানেরআফগানিস্তানের ভবিষ্যত নির্ধারণে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তান থেকে পশ্চিমাদের বিদায় এবং তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে সেখানে শান্তি ফিরবে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, নিজেদের সরকার গঠনে আফগান নাগরিকদের যত দ্রুত সম্ভব ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘সেখানে (আফগানিস্তানে) একটি ভোটে নির্বাচিত এবং জনগণের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হওয়া উচিত।’

ইব্রাহিম রাইসি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র (ইরান) সব সময় আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা, রক্তপাত ও ভাই হত্যাকাণ্ডের অবসান এবং জনগণের ইচ্ছার সার্বভৌমত্ব চেয়েছে। আফগান জনগণের ইচ্ছায় নির্বাচিত সরকারকে আমরা সমর্থন করবো।’