আগামী সেপ্টেম্বর ৭ থেকে কুমিল্লাবাসী গণটিকার দ্বিতীয় ডোজ পাবেন। গত ৭ আগষ্ট সারা দেশের ন্যায় কুমিল্লার ১৬ উপজেলায় সিনোফার্ম এবং আদর্শ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া হয়। গণটিকার প্রথম ডোজ হিসেবে ১৬ উপজেলায় সিনোফার্মার এক লক্ষ ১৯ হাজার ১৮৮ ডোজ টিকা দেয়া হয়। আদর্শ সদর ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের দেয়া হয় ৫৪ হাজার ২২৯ মর্ডানার টিকা। সে সময় শুধু ৭ আগষ্ট ১৬ উপজেলায় গণটিকার কার্যক্রম চললেও আদর্শ সদর ও সিটি কর্পোরেশনে ৭ থেকে ১০ আগষ্ট তিনদিন টিকা প্রদান করা হয়। কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, গণটিকার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে দুশ্চিন্তার কোন কারন নাই। গন টিকার সময় যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের জন্য পর্যাপ্ত টিকা কুমিল্লা এসে পৌঁছেছে। সবাই সুষ্ঠভাবেই তাদেরি দ্বিতীয় ডোজটি নিতে পারবেন।
জেলা সিভিল সার্জন কাযালয়ের মেডিকেল অফিসার সৌমেন রায় বলেন, প্রথম ডোজ যে নিয়মে যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছিলো স্ব স্ব তারিখে টিকা গ্রহিতারা ওই কেন্দ্রেই টিকা গ্রহন করবেন।গন টিকার দ্বিতীয় ডোজের জন্য মর্ডানার টিকার একটি চালান শনিবার রাতে কুমিল্লায় এসে পৌছেছে।
জানা গেছে, নির্ধারিত তারিখের রাইরে কেউ টিকা নিতে আসলে তাদের টিকায় দেয়া হবে না। সবাইকে তাদের প্রথম ডোজের টিকা কাগজপত্র কন্দ্রে নিয়ে আসতে হবে।