লালমাইয়ে নবযোগদানকৃত ইউএনও'র সাথে মতবিনিময় সভা
Published : Monday, 6 September, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার নবাগত ইউএনও সাজিয়া আফরোজ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, শিক্ষা - প্রতিষ্ঠান প্রধানগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল রবিবার উপজেলা অডিটোরিয়ামে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল মালেক বিকম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ বলেন, উপজেলার সকল কার্যক্র?মে মাননীয় অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামাল, এমপি মহোদয়ের স্বপ্নের উপজেলাকে ঢেলে সাজানোর জন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
ইউএনও সাজিয়া আফরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেন। তিনি লালমাই উপজেলার ইউএনও'র পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ- পরিচালকের দায়িত্ব পালন করেন।