তিতাসে বাগান বাড়ি ভাড়া নিয়ে মধুর চাষ
Published : Monday, 6 September, 2021 at 12:00 AM
প্রতিনিধি তিতাস ঃ তিতাসে ফসলি জমির পাশে বাগান বাড়ি ভাড়া নিয়ে মৌ বাক্স স্থাপন করে মধুর চাষ করছেন টাঙ্গাইলের বাসিন্দা হাফিজুর (৪২)। উপজেলার শেম্ভুপুর গ্রামের ইসলাম মিয়ার পনেরো শতকের একটি আম বাগান তিন মাসের জন্য চার হাজার টাকায় ভাড়া নিয়ে তিনশ মৌ-বক্স স্থাপন করে চাষী হাফিজুর। সরিষাসহ বিভিন্ন গাছের ফুল থেকে শীতের ছয় মাস মধু আহরণ করে মৌ-মাছি। বর্ষার তিন মাস কোনো গাছে ফুল না থাকায় টাঙ্গাইল থেকে বিশ হাজার টাকায় দুইটি ট্রাক ভাড়া করে তিন শত বক্স নিয়ে তিতাসের শেম্ভুপুর আসে মৌ চাষী।
মৌ-চাষী হাফিজুর বলেন, বর্ষার তিন মাস ফুলের সংখ্যা কম থাকে। আমি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাইষমারা গ্রাম থেকে বিশ হাজার টাকায় দুটি ট্রাক ভাড়া করে তিন শত বক্স মৌমাছি নিয়ে তিতাসে এসেছি। এখানে এসে শেম্ভুপুর গ্রামের ইসলাম মিয়ার পনেরো শতকের একটি আম বাগান ভাড়া নিয়ে মৌ বক্স স্থাপন করি। ইতি মধ্যে দুই মাস শেষ হয়েছে, আগামী মাসের ৫ তারিখে চলে যাবো।
এক প্রশ্নের জবাবে মৌ -চাষী হাফিজুর বলেন, এখন ফুল না থাকায় মৌমাছির খাবার হিসেবে প্রতিদিন এক বস্তা চিনি কিনতে হয়। অগ্রহায়ণ মাস থেকে বিভিন্ন গাছে ফুল ফুটতে শুরু করবে, তখন থেকে বক্স প্রতি সপ্তাহে এক কেজি করে মধু সংগ্রহ করতে পারবো। তিনি আরো বলে, ২০১১ সালে আমি প্রথম দশটি বক্স নিয়ে মৌচাষ শুরু করি। বর্তমানে আমার তিন শত বক্স হয়েছে। এখন বছরে এক দেড় লাখ টাকা আয় করতে পারি।
উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, তিতাসে বাণিজ্যিক ভাবে মৌচাষী নেই। তবে আমাদের একটা তেল -ডাল প্রকল্প আছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ঐ প্রকল্পের আওতায় যারা সরিষা ও তিল চাষ করে তাদেরকে একটি মৌ বক্স দিয়ে থাকি।