ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘দালাল’ ধরতে অভিযানে র‌্যাব
Published : Monday, 6 September, 2021 at 12:00 AM
দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, বিআরটিএ ও পাসপোর্ট অফিসে একযোগে ‘দালাল বিরোধী’ অভিযান শুরু করেছে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন।
এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর বিআরটিএসহ সারাদেশে বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে বেলা ১০টার দিকে একযোগে এই অভিযান শুরু হয়েছে।
হাসপাতাল, বিআরটিএ বা পাসপোর্ট অফিসের মত সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্মের অভিযোগ বহু পুরনো। সাধারণ মানুষের অসচেতনার সুযোগ নিয়ে, কখনও কখনও দ্রæত সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তারা হাতিয়ে নেয় টাকা।
র‌্যাবের এই অভিযানে প্রতিটি দলের সঙ্গেই রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেরানীগঞ্জ বিআরটিএ এবং পাসপোর্ট অফিসের অভিযানে অর্ধশতাধিক ‘দালালকে’ আটক করারও খবর পাওয়া গেছে।
কমান্ডার মঈন বলেন, “আমাদের অভিযান চলছে। দিনশেষে গণমাধ্যমকে অভিযানের ফলাফল জানানো হবে।”