সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলের একটি করে জয়। কলম্বোয় শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা।
শুরুটা অবশ্য ভালো হয়নি। ৩৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে স্বাগতিক দল। আভিষ্কা ফার্নান্ডো (১০) এলবিডব্লিউ হন কেশভ মহারাজের বলে। অভিজ্ঞ দিনেশ চান্দিমালও (৯) পড়েন লেগবিফোর উইকেটের ফাঁদে। তার উইকেটটি নেন জর্জ লিন্ডে।
দেখেশুনে খেলছিলেন কামিন্দু মেন্ডিস। লিন্ডে তাকেও ফিরতি ক্যাচ বানিয়েছেন। কামিন্দুর ব্যাট থেকে আসে ১৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। ধনঞ্জয়া ডি সিলভা ২৪ এবং চারিথ আসালাঙ্কা ৩ রানে অপরাজিত আছেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারিরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জেতে ৬৭ রানে।