ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার নাঙ্গলকোটে কালভার্ট থেকে পড়ে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত
মাসুদ আলম
Published : Monday, 6 September, 2021 at 11:59 AM
কুমিল্লার নাঙ্গলকোটে কালভার্ট থেকে পড়ে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহতকুমিল্লার নাঙ্গলকোটে দৌড়ে পালাতে গিয়ে কালভার্ট থেকে পড়ে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহত ডাকাত সদস্যের (৪০) পরিচয় অজ্ঞাত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের প্রবাসী সাবেক সেনা সদস্য আবদুস সাত্তারের ঘরে জানালা ও দরজা ভেঙ্গে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের চার সদস্য প্রবেশ করে এবং আসবাবপত্র ছিনিয়ে নেয়। পরে ডাকাতির শিকার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে স্থানীয়দের জানালে ডাকাত সদস্যদের ধরতে মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে ডাকাত দলের চার সদস্যদের মধ্যে তিনজন পালিয়ে যায়। তবে এক সদস্য দৌড়ে পালাতে গিয়ে পাড়ির পাশের কালভার্টের নিচে আটকা পড়েন। পরে ওই ডাকাত সদস্য স্থানীয়দের হাতে গণপিটুনিতে মারা যান। 
নাঙ্গলকোট থানার তদন্ত পরিদর্শক রকিবুল ইসলাম বলেন, ডাকাতি শেষে পালাতে গিয়ে চার সদস্যদের মধ্যে একজন পালাতে গিয়ে বাড়ির পাশের কালভার্ট থেকে নিচে পড়লে গণপিটুনিতে নিহত হন। নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে।