Published : Monday, 6 September, 2021 at 12:00 AM, Update: 06.09.2021 2:17:40 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় গত শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত
২৪ ঘণ্টায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৭৫ জন। গতকাল
রবিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ
ওই ২৪ ঘণ্টায় ৪৪৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার
ছিল ৮ দশমিক ৯ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার
জন্য এক লক্ষ ৬৩ হাজার ৫৩৮ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ
৬২ হাজার ৩৩জনের। এর মধ্যে ৩৮হাজার ৪৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সুস্থ হয়েছেন ৩২হাজার ৫০২ জন। আর মারা গেছেন ৯২১জন। বিদেশগামী ২১৫ জনের
করোনা ভাইরাস পরিক্ষা করা হয়। এর মধ্যে করোনা ভাইরাসে কোন সনাক্ত নেই।
এদিকে
করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় চারজন, সদর
দক্ষিন একজন, বুড়িচং তিনজন, চান্দিনা তিনজন, চৌদ্দগ্রাম দুজন, দেবিদ্বার
তিনজন, দাউদকান্দি একজন, লাকসাম চার, লালমাই একজন, নাঙ্গলকোট দুজন,
মুরাদনগর একজন, মেঘনা একজন, তিতাস তিনজন ও হোমনা ১১জন।