ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পাসপোর্ট ও বিআরটিএ’র ১২ দালাল আটক জেল-জরিমানা
Published : Monday, 6 September, 2021 at 12:00 AM, Update: 06.09.2021 2:17:44 AM
কুমিল্লায় পাসপোর্ট ও বিআরটিএ’র ১২ দালাল আটক  জেল-জরিমানানিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে পাসপোর্ট ও বিআরটিএ এর ১২ দালালকে আটকের পর কারাদÐ ও জরিমানা প্রদান করেছে র‌্যাবের বিশেষ ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বিআরটিএ অফিস এবং শহরের রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে বিআরটিএ অফিস প্রাঙ্গণ থেকে ৮ জন দালাল এবং রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় ৪ জন পাসপোর্ট দালালকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজার পাশাপাশি ২ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র‌্যাবের বিশেষ অভিযানে আটক ১২ দালাল হচ্ছে  কুমিল্লা সদর উপজেলার রসুলপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন, মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের নিরঞ্জন কিশোর মজুমদারের ছেলে পিন্টু কুমার মজুমদার, দেবপুর গ্রামের মৃত হাছান আহম্মেদের ছেলে আব্দুল কুদ্দুছ মামুন, সদর উপজেলার রেসকোর্স এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন, কালিয়াজুড়ি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে হেলাল, ব্রাক্ষনপাড়া উপজেলার বাগড়া গ্রামের আবু তাহের খানের ছেলে পিয়াল খান, সদর উপজেলার কালিয়াঝুড়ি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আনোয়ার, কাপড়িয়াপট্টি এলাকার তাজুল ইসলামের ছেলে লিটন, মাঝিগাছা গ্রামের মৃত সুনীল চন্দ্র দে’র ছেলে নির্মল কান্তি, ছোটরা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে ওহিদুজ্জামান, বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বারেক এবং সদর উপজেলার জোড়ামেহার গ্রামের মৃত আঃ মোতালেবের ছেলে মনিরুজ্জামান।