"বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দূর করি" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মৎস্য সপ্তাহের শেষ দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি পুকুরে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পোনামাছের মধ্যে ছিল রুই, কাতল ও মৃগেল মাছ। সাতটি পুকুরে প্রায় ২১০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, বুড়িচং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাজমুল হাছান, বুড়িচং ও দেবিদ্বার উপজেলা খামার ব্যবস্থাপক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুল ইসলামসহ উপজেলার মৎস্য কর্মকর্তার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।