ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার
Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM, Update: 08.09.2021 1:01:53 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লা দেবিদ্বারে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতেহাবাদ ইউনিয়নের পূর্ব ফতেহাবাদ গ্রামের জাতীয় বিশ^বিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মামুনুর-রশিদ সরকারের বাড়ির শিক্ষক মনিরুল ইসলাম সরকার’র ঘর থেকে পা বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম মাজেদা বেগম (৫৫)। তিনি ওই এলাকার মৃত মনিরুল ইসলাম সরকারের স্ত্রী।
প্রতিবেশী মো. হান্নান সরকার বলেন, বাড়ির প্রধান গেইট খোলা দেখে বাড়ির ভেতরে গিয়ে ভাবীকে  ডেকে  কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের সামনে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। পর্দা টেনে দেখি কাঁদামাখা শরীর নিয়ে মেঝেতে  মরদেহটি চিৎ হয়ে পড়ে আছে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ধাক্কা দিয়ে দেখি, শরীর ঠান্ডা এবং শক্ত। পাশে কাঁদাযুক্ত একটি বালিশ পড়ে আছে। দু’টি পা ওড়না দিয়ে বাঁধা রয়েছে। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
একাধিক স্থানীয় জানান, নিহত গৃহবধূ মাজেদা বেগম  দুই পুত্র ও দুই কন্যা সন্তানের মা। তার স¦ামী মনিরুল ইসলাম সরকার স্কুল শিক্ষক ছিলেন। তিনি ১৯৮৯সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কন্যারা স্বামীর বাড়িতে থাকেন।  আর পুত্ররা যার যার কর্মস্থলে। নির্জন এ বাড়িতে তিনি একাই থাকতেন। মাজেদা ৭/৮ বছর পূর্বে ফতেহাবাদ মতিউল্লাহ সরকার বাড়ি থেকে ছেড়ে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
সংবাদ পেয়ে দুপুরে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস.আই) ইকতিয়ার মিয়া ও এসআই আবদুল বাতেনসহ  একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
প্রতিবেশী আমেনা বেগম জানান, এলাকায় উঠতি মাদকাসক্ত তরুন-যুবকদের সংখ্যা বেড়ে গেছে। অর্থের জন্য ওরা এমন কাজটি করতে পারে বলেও তিনি ধারনা করছেন। নিহত গৃহবধূর গলার স্বর্ণের চিকন চেইন, কানের দুল, হাতের চিকন চুরি ছিল, সেগুলি নেই। ঘরের সাঝগোছ পরিপাটি থাকলেও সোকেসের ড্রয়ার খোলা এবং বিছানা এলোমেলো ছিল।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে আমিসহ একদল পুলিশ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু তাঁর পা বাধা ছিলো তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে।  তবে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। লাশ  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে এ হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।