চুয়াডাঙ্গায় জেসমিন খাতুন আয়না (৩৮) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। জেসমিন খাতুন যাদবপুর গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে জেসমিনের চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরে এসে তারা জেসমিনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে একটি ছুরি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলো- একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হাসান আলী (২৮), মৃত বাহার লস্করের ছেলে আব্দুর রহমান (৫২) ও সমান মন্ডলের ছেলে মামুন মন্ডল (২৭)।
সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ (আইসি) পরিদর্শক নিখিল অধিকারী জানান, কারও একার পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।