ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পিতার কুলখানির বাজার করা হলো না কামরুলের
মানিক দাস
Published : Friday, 10 September, 2021 at 7:43 PM
পিতার কুলখানির বাজার করা হলো  না কামরুলের মতলব উত্তর উপজেলা ইন্দুরিয়া গ্রামে পিতার কুলখানি বজার করতে গিয়ে ইজিবাইক উল্টে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের লক্ষীপুর ইন্দুরিয়া গ্রামের রমিজ উল্যাহ প্রধানীয়া বাড়ির মৃত অলিউল্লাহ প্রধানিয়ার ছেলে মোঃ কামরুল ইসলাম প্রধানিয়া (৩৫) পিতার কুলখানির বাজার করতে  সকাল ৭ টায় ইজিবাইক জোগে  সাহেব বাজারে রওনা দেয়।পথিমধ্যে অটোবাইক উল্টে বেড়িদের নিচে পড়ে যায়।অটো বাইকটি কামরুলের শরীরের উপর  চাপা পরে।
নিহত কামরুলের বড় ভাই  ও  বোন জানান আজ তাদের পিতার মৃত্যুর ৪০ দিন  পূর্ন হয়েছে । সেই  উপলক্ষে  কুলখানির বাজার করতে নিজ বাড়ি  থেকে ব্যাটারি চালিত  ইজি বাইক ইজি বাজরে যাচ্ছিল। পথিমধ্যে বিডি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বেরিবাধের নিচে পরে গিয়ে কামরুল আহত হলে তাকে চাঁদপুর সরকারি  জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান মৃত ঘোষণা  করে। পারে চাঁদপুর মডেল থানার  পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে  আসে।