ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্কুলছাত্রীর বিয়ের আয়োজন, প্রশাসন দেখে পালালেন বাবা-মা
Published : Saturday, 11 September, 2021 at 12:00 AM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান থেকে স্কুলছাত্রীর বাবা-মা পালিয়ে যান। পরে ভাইয়ের কাছ থেকে মুচলেকা নিয়ে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।
জানা গেছে, উপজেলার মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালান মেয়ের বাবা-মা। পরে কনের বড় ভাইকে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।