ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
Published : Saturday, 11 September, 2021 at 12:00 AM
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাহুল ইসলাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ ঘোষণার’ দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।
তিনি বলেন, ‘শিক্ষা জাতীয়করণ হলে সবচেয়ে বেশি লাভবান হবে দরিদ্র জনগোষ্ঠী, সর্বোপরি সরকার। সরকার ইতোমধ্যে প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ জাতীয়করণ করেছে। কিন্তু বিচ্ছিন্নভাবে জাতীয়করণ করার ফলে পার্শ্ববর্তী বিদ্যালয়ে এর প্রভাব পড়ছে। বিদ্যালয়গুলো মেধাবি ছাত্রশূন্য হয়ে পড়ছে। ফলে শিক্ষকরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। তাই সব এমপিওভুক্ত বেসরকারি বিদ্যালয় জাতীয়করণ করা অপরিহার্য হয়ে পরেছে।’
তিনি প্রত্যাশা করছেন, সরকার আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিয়ে মুজিবর্ষকে স্মরণী করে রাখবে।
মেজবাহুল ইসলম বলেন, ‘করোনার কারণে শিক্ষা বিপর্যয়ের পাশাপাশি মাধ্যমিক শিক্ষায় কর্মরত বেসরকারি শিক্ষকরা চরম কষ্টে দিন যাপন করছেন। তাই বিকল্প হিসেবে তারা শিক্ষকতা পেশার সঙ্গে মানানসই নয় এমন পেশা গ্রহণ করতে বাধ্য হয়েছেন।’
তিনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ৯৫ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬৬০টি প্রতিষ্ঠান সরকারি। ফলাফলের বিবেচনা করলে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠান হতে শিক্ষাগ্রহণ করে থাকে।’