Published : Saturday, 11 September, 2021 at 12:00 AM, Update: 11.09.2021 1:46:54 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার
বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত
সভাপতিকে বরণ ও দ্বিতীয় তলায় কারিগরি সম্প্রসারিত নতুন ভবন নির্মাণ কাজের
শুভ উদ্বোধন কার্যক্রম গতকাল ১০ সেপ্টেম্বর বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় তলায় কারিগরি সম্প্রসারিত নতুন ভবন
নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের মো. নজরুল ইসলাম
খাঁন (বকুল) ইঞ্জিনিয়ার। পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও
নবনির্বাচিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ আতিক উল্লাহ ভূঞা ও কুমিল্লা
মহানগর যুবলীগ নেতা মো. শাহীন কবিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে
ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন, সোনার
বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো.সেলিম রেজা সৌরভ, ষোলনল ইউপির
চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল
হোসেন, ষোলনল ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মানিক, ষোলনল
ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া , ভরাসার উচ্চ
বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রুহুল আমিন, আথলীগ নেতা আামির হোসেন, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খাঁন রুমেল।
এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আথলীগ নেতা আ: রশীদ, বীরমুক্তিযোদ্ধা
কাজী মোমিন, ফয়েজ আহাম্মদ চৌধুরী, আথলীগ নেতা মো. দেলোয়ার হোসেন ধনু,
আ:খালেক, মো. মুকুল, আলী আশ্রাফ, অভিভাবক সদস্য ফজলুল হক, শিক্ষক প্রতিনিধি
মো. ফজলুল হক, আ: হামিদ কাজী, হাজী হাবিজ মিয়া, ক্রিড়া শিক্ষক মো. সাইফুল
ইসলাম মো. মনির মেম্বার, মো. কফিল উদ্দীন, শিক্ষক মো.আবু তাহের, মো.
শ্যামল, হাজী তোফায়েল আহাম্মদ, শেখ শরীফ, যুবলীগ নেতা স্বপন খানসহ এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের হল রুমে এক
আলোচনা সভা করেন। এসময় বিদ্যালয় সকল শিক্ষক ও এলাকার পক্ষ থেকে তাকে ফুলেল
শুভেচ্ছা জানানো হয় এবং সভাপতি নির্বাচনের প্রথম সভার কাজ সম্পন্ন করে
বিদ্যালয় প্রাঙ্গণে এক ফটো সেশনে মিলিত হন পরে দ্বিতীয় তলায় সভাপতির নিজস্ব
অর্থায়নে নির্মিতব্য কারিগরি সম্প্রসারিত ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন
করেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন শিক্ষার মানোন্নয়ন হলে সেরা ১০ এর মধ্যে
শিক্ষকদের আন্তরিকতায় ফলাফল থাকলে অবশ্যই সকল ধরণের সুযোগ সুবিধা ভবিষ্যাত
প্রদান করা হবে।