Published : Saturday, 11 September, 2021 at 12:00 AM, Update: 11.09.2021 1:47:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ তিমন মাদক ব্যবসায়ীকের আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলো ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের মোঃ মাইনুল হোসেনের ছেলে আক্তার হোসেন (৫০)। একই দিন রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবর ছেলে মোঃ কামাল হোসেন (২৮) এবং একই উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৪)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।