বুড়িচং প্রথম দিনের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও
Published : Monday, 13 September, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
সরকারি নির্দেশনা মেনে গতকাল ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার প্রাথমিক স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম দিনের শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, বাড়াইর হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত শ্রেণি কার্যক্রমের বিভিন্ন দিকপরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান।
বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সরকার কর্তৃক ঘোষিত কঠোর নিয়ম নীতির অনুসরণ করে প্রথম দিনের শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রেণি কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক মো. জাকির হোসেন, মো. নাসির উদ্দীন, আবদুল কাদের, মো. ইসমাইল হোসেন, আলীম উল্লাহ, মো. মোখলেছুর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান। এসময় বিদ্যালয়ের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, অভিভাবক সদস্য আ: কুদ্দুছ, প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, সহকারি শিক্ষক মো. জসিম উদ্দীন, গোবিন্দ চন্দ্র সূত্রধর, কবির খান বিপ্লব, কুহিনুর আক্তার, কানিজ রাবেয়াসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।